ভারতে পাচারকালে সাতক্ষীরায় ২ কেজি সোনা আটক

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে দুই কেজি সোনা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে কাকডাঙ্গার কুঠিবাড়ী বাঁশবাগান এলাকা থেকে ওই সোনা উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে গেছে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে চোরাচালানের খবর পেয়ে কাকডাঙ্গা বিওপির সুবেদার সিদ্দিকুর রহমান আজ ভোরে টহল দল নিয়ে সীমান্তের মেইন পিলার ১৩-এর সাব-পিলার ৩ নম্বরের কাছে অবস্থান নেন। সে সময় চোরাচালানকারী একটি দল সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে।
ধাওয়া খেয়ে চোরাচালানকারীরা কুঠিবাড়ী বাঁশবাগান এলাকায় সোনার পোঁটলা ফেলে ভারতের ভেতর পালিয়ে যায়। পোঁটলার ভেতরে ১৮টি সোনার বার পাওয়া যায়, যার ওজন দুই কেজি। এর দাম ৮৮ লাখ টাকার মতো বলে জানান বিজিবি কর্মকর্তা।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।