শরীয়তপুরে ১০ মণ ইলিশ জব্দ, ২৫ জেলে আটক
শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০ মণ ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ২৫ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহাসিন হোসেন আজ শুক্রবার জানান, গতকাল বৃহস্পতিবার রাতে জেলার জাজিরা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে আইন অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৫ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মধ্যে ১৪ জনকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড ও একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
একই অপরাধে নড়িয়া উপজেলার পদ্মা নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় আটক আট জেলেকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। তিনি আরো জানান, আটক জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
অন্যদিকে আজ শুক্রবার ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার কাঁচিকাটা থেকে ১০ মণ ইলিশ জব্দ হরা হয়। এ সময় আটক করা হয় আলমগীর হোসেন ও আছমত আলী নামে দুই মাছ ব্যবসায়ীকে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক আকন্দ এনটিভি অনলাইনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।