আমতলীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ প্রার্থী মেয়র নির্বাচিত
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মতিউর রহমান।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রোববার মতিউর রহমানের প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন মতিয়ার রহমান। এ নিয়ে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলেন তিনি।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আমতলী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার চার প্রার্থীর মধ্যে জিল্লুর রহমান, মোশাররফ হোসেন ও চাঁন মিয়া নামের তিনজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় মতিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।