সুন্দরবন সিলগালা করে বন্ধ করা সম্ভব না
অসংখ্য নদী-খালবেষ্টিত সুন্দরবন কখনোই সিলগালা করে বন্ধ করা সম্ভব নয়। সুন্দরবনে দস্যুতা ও দুষ্ট লোকের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। বননির্ভরশীলদের মধ্যে নিতান্ত দরিদ্রের যাচাই বাছাই করে পাস দেওয়া হবে। তবে চলতি মৌসুমে শুধু কাঁকড়া আহরণকারীদের পাস দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে না গোলপাতা আহরণকারীদের।
আজ শনিবার বিকেলে মংলার সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্র পরিদর্শনে এসে প্রধান বন সংরক্ষক ইউনুস আলী সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রধান বন সংরক্ষক আরো বলেন, সুন্দরবনে আগত বিদেশিদের জন্য বিশেষ বাড়তি কোনো নিরাপত্তার প্রয়োজন নেই। তাদের জন্য বন প্রহরীদের নিরাপত্তা ব্যবস্থাই যথেষ্ট।
এ সময় ইউনুস আলী স্থানীয় বন কর্মকর্তা-কর্মচারীদের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বন বিভাগের সংশ্লিষ্টদের (কর্মকর্তা-কর্মচারী) বিরুদ্ধে অপরাধ বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে তাঁদের চাকরি থেকে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
করমজল পরিদর্শনকালে বন বিভাগের খুলনা, বাগেরহাট ও মংলার কর্মকর্তারা প্রধান বন সংরক্ষকের সঙ্গে উপস্থিত ছিলেন।