নোয়াখালীতে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/17/photo-1550417076.jpg)
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাউরকোর্ট গ্রামে রোববার বজ্রপাতে দগ্ধ হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
নিহত দুজন হলেন বাউরকোর্ট গ্রামের আবদুল মতিনের ছেলে নোমান হোসেন (৪৫) ও বাবুল মিয়ার ছেলে সাইফুল ইসলাম (১২)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, রোববার দুপুরে গ্রামের একটি ধানক্ষেতে পানি দিচ্ছেলেন নোমান। সেই সময় ভাতিজা সাইফুল তাঁর সঙ্গে ছিলেন। হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।