‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ, অস্ত্র গুলি ইয়াবা উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার পালের হাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহ আলম মিন্টু নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দেশীয় তৈরি একটি বন্দুক, তিনটি কার্তুজ ও ১৬৫টি ইয়াবা উদ্ধার করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার পালের হাট এলাকায় নিয়মিত টহলে যান ডিবি পুলিশের সদস্যরা। এ সময় কয়েকজন লোককে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাহ আলম মিন্টু নামের একজনকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক, তিনটি কার্তুজ ও ১৬৫টি ইয়ারা উদ্ধার করা হয়। পরে পুলিশ গুলিবিদ্ধ মিন্টুকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
লক্ষ্মীপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, শাহ আলম মিন্টু একজন মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারী। তাঁর বিরুদ্ধে অস্ত্র, চোরাচালান, মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় আট-দশটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে শাহ আলম গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ডিবি পুলিশের তিন সদস্যও আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।