দেশে চলবে ফরাসি উদ্যোক্তার সৌরবিদ্যুৎচালিত নৌকা
নদীমাতৃক বাংলাদেশে ছোট ছোট জলযানের ক্ষেত্রে সনাতনী বাহনের পরিবর্তে ‘সোলার পাওয়ার বোট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে কাজে নেমে সফলতা পাওয়ার আশা করছেন এর ফরাসি উদ্যোক্তা।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘তাড়াতাড়ি শিপইয়ার্ড’ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ইভস মারে (yves Marre) নামের ওই ফরাসি উদ্যোক্তা বাংলাদেশের জলপথ পর্যবেক্ষণ করে সৌর বিদ্যুতে চালিত টেকসই ও জ্বালানি সাশ্রয়ী ছোট ছোট কিছু নৌযান তৈরি করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নতুন নৌকার উদ্ভাবক ইভস মারে, প্রকল্প প্রধান শেখ মনোয়ার আহমেদ ও ব্যবস্থাপক রিভু দেওয়ান।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফরাসি উদ্যোক্তা ইভস মারে। ছবি : এনটিভি
বক্তারা জানান, কাঠের বিকল্প, ডিজেল ও অকটেনের পরিবর্তে সোলার ব্যাটারিচালিত এ ধরনের জলযান কখনো পানিতে ডুববে না। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেও নৌকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উদ্যোক্তারা।
তাড়াতাড়ি শিপইয়ার্ডের ব্যবস্থাপক রিভু দেওয়ান বলেন, আধুনিক সব সুযোগ-সুবিধা দিয়ে ইভস মারে পর্যটকদের জন্য এই নৌকাগুলো তৈরি করেছেন। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এই সোলার বোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইভস মারে বাংলাদেশে সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপেরও সহপ্রতিষ্ঠাতা।