আরো ১০৩ বাংলাদেশিকে আনতে মিয়ানমারে প্রতিনিধিদল

মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া আরো ১০৩ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনতে গেছে একটি প্রতিনিধিদল।urgentPhoto
আজ সোমবার বেলা ১১টার দিকে বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদলটি হেঁটে মিয়ানমারের উদ্দেশে রওনা হয়।
এর আগে ঘুমধুম সীমান্তে আয়োজিত সংবাদ সম্মেলনে মেজর ইমরান জানান, মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় দেশটির ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠক শেষে ১০৩ জনকে ফিরিয়ে আনা হবে।
প্রতিনিধিদলে বিজিবি, কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ, সরকারের ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা রয়েছেন।
অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে এসে বিকেলে জেলা প্রশাসন ও পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান মেজর ইমরান।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, দেশে ফেরত আসার পর তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত খাদ্য, চিকিৎসা, যাতায়াত খরচসহ সব ধরনের মানবিক সহায়তা দেবে আইওএম।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে ২০৮ জন এবং ২৯ মে ৭২৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। তাদের মধ্য থেকে ৬২৬ বাংলাদেশিকে পাঁচ দফায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।