মাদারীপুরে ট্রাকচাপায় নিহত ১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/16/photo-1444949157.jpg)
মাদারীপুরের শিবচরে কাঁচামালবাহী ট্রাকচাপায় মানিক বৈরাগী (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশ আটক করেছে।
শিবচর থানার ওসি আবদুর সাত্তার এনটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার বাগেরহাট থেকে কাঁচামালবাহী একটি ট্রাক (খুলনা মেট্রো ট ১১-১৩৩৬) কুমিল্লার উদ্দেশে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকের ওপরে বসে থাকা মানিক বৈরাগী ট্রাকের চাকার নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ আরো জানিয়েছে, নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার বেদগ্রামের শুকরিয়া বৈরাগীর ছেলে। তবে চালক পালিয়ে যাওয়ায় নিহত মানিক ট্রাকের হেলপার, না কাঁচামাল ব্যবসায়ী—তা জানা যায়নি।