উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ঢাকা আসছেন
ইন্টারনেটে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়ালেস একদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা আসছেন। বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে তিনি আগামীকাল রাজধানীতে দুটি সেমিনারে অংশ নেবেন।
জিমি ওয়ালেসের টুইটার বার্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।
একদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার রাজাধানীতে দুটি সেমিনারে অংশ নেবেন জিমি ওয়ালেস। উইকিপিডিয়া বাংলাদেশ ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন সেমিনার দুটি আয়োজন করেছে। ‘ইন্টারনেট ফর অল : অ্যাকসেস টু নলেজ ফর অল’ শীর্ষক গ্রামীণফোন আয়োজিত সেমিনারটি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে। গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলে সেমিনারটি সরাসরি দেখা যাবে।