স্বাধীনতা দিবসে আখাউড়ায় আমদানি-রপ্তানি বন্ধ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্ধ রাখা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর।
এর ফলে আজ মঙ্গলবার একদিনের জন্য এ সীমান্তপথে বন্ধ থাকবে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তে আজ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিষয়টি এক চিঠির মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেওয়া হয়। আগামীকাল বুধবার সকাল থেকে যথারীতি বন্দরের বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই) আব্দুল হামিদ জানান, ‘স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’