শর্তের বাইরে বাংলাদেশ কিছু করবে না

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তৈরি পোশাক খাতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে মার্কিন যুক্তরাষ্ট্র যে ১৬টি শর্ত দিয়েছিল, সরকার তা পূরণ করছে। কিন্তু এসব শর্তের বাইরেও আমেরিকা এখন আরো কিছু করতে বলছে। কিন্তু আমেরিকা শর্তের বাইরে কিছু করতে বললে বাংলাদেশ তা করবে না।
গাজীপুরের সালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে ২৩তম বাংলাদেশ বিজ্ঞান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ‘জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক দুদিনব্যাপী সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।
এ সময় সম্প্রতি দুই বিদেশি হত্যার বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘দুজন বিদেশিকে হত্যা করে আন্তর্জাতিকভাবে আমাদের ছোট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই ষড়যন্ত্র সফল হয়নি। কারা, কী কারণে তাঁদের হত্যা করিয়েছিল তা খুব দ্রুতই বেরিয়ে আসবে।’
বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়েছে, ৯৩ দিন অবরোধ করে অসংখ্য মায়ের বুক খালি করেছে, তারা মনে করছে আন্দোলন-সংগ্রাম দিয়ে সরকারের কিছু করা যাবে না, দু-একটি বিদেশিকে হত্যা করলে আন্তর্জাতিকভাবে সংবাদ হবে। কিন্তু এ ক্ষেত্রেও তারা সফল হবে না।
বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. শহীদ আখতার হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরো বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. শহীদুল ইসলাম।
বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সহায়তায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত এবারের সম্মেলনে নয়টি সেশনে মোট ২৪০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ৭০০ বিজ্ঞানী অংশ নিচ্ছেন।