কক্সবাজারে দুই পক্ষের গোলাগুলি, নিহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার শহরতলিতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুজন নিহত হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে শহরতলির বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরুল আলম ও তাঁর সহযোগী মো. কালু ওরফে বার্মাইয়া কালু। পুলিশ জানিয়েছে, নুরুল আলম একটি সংঘবদ্ধ দলের নেতৃত্ব দিতেন।
স্থানীয়রা জানান, কক্সবাজার জেলগেট, দক্ষিণ রুমালিয়ার ছড়া ও বাদশাঘোনা এলাকায় নুরুল আলম ও রমজানের সংঘবদ্ধ দলের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই গোলাগুলির ঘটনার সূত্রপাত। এ সময় প্রতিপক্ষের গুলিতে নুরুল আলম ও মো. কালু গুলিবিদ্ধ হন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, দুই বাহিনী মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে নুরু আলম ও কালুকে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় বন্দুকসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। নিহতদের বিরুদ্ধে হত্যা-ডাকাতি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।