ফারহাতুল বাঁচতে চায়, প্রয়োজন ২০ লাখ টাকা
অর্থাভাবে নিভে যাচ্ছে ফারহাতুল মাহামুদ হাসান নামে এক শিশুর জীবন প্রদীপ। হেপাটাইটিস-সি ভাইরাস, লিউকোমিয়া ও ই-বিটা থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত শিশুটির বোন-ম্যারো ট্রান্সপ্লান্টেশন ছাড়া বাঁচানো সম্ভব নয়। এরইমধ্যে প্রায় এক কোটি টাকা খরচ করে নিঃস্ব তার পরিবার।এর আগে ফরহাতুল ভারতে চিকিৎসার জন্য সাতবার গিয়েছেন।আবার ফরহাতুল চিকিৎসার জন্য আগামী ৫ মে ভারতের চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে। এমন পরিস্থিতিতে আর পথ না পেয়ে সমাজের হৃদয়বানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন শিশুটির মা-বাবা।
মা-বাবার চোখের মণি ফারহাতুল আক্রান্ত হেপাটাইটিস-সি ভাইরাস, লিউকোমিয়া ও ই-বিটা থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে।
ছেলের অবস্থার অবনতি হচ্ছে ক্রমশ। দেশ-বিদেশে চিকিৎসা করে সহায়হীন বাবা মো. সাদেকুল ইসলাম জানালেন, দ্রুত সময়ের মধ্যে বোন-ম্যারো ট্রান্সপ্লান্টেশন করলে সুস্থ হতে পারে ফারহাতুল। তবে এর জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। সন্তানের জীবন ফিরে পেতে হৃদয়বানদের সহযোগিতা চান ফারহাতুলের মা-বাবা।
সামর্থ্যবানদের একটু সহযোগিতা-সহমর্মিতাই ফিরিয়ে দিতে পারে তার শৈশব।
সাহায্য পাঠানোর ঠিকানা-প্রাইম ব্যাংক, বনশ্রী শাখা, সঞ্চয়ী হিসাব নং-019221070010440, মো. সাদেকুল ইসলাম। অথবা ইউসিবি ব্যাংক, বনশ্রী শাখা, সঞ্চয়ী হিসাব নং-1263201000008388। বিকাশ নম্বর-01864291327 অথবা 01864291328। ফরহাতুলের বাসা রাজধানীর বনশ্রীতে। যোগাযোগ-01864291327।