পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা : ওবায়দুল কাদের

পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের কেউ শাস্তি থেকে রেহাই পাবে না । এ ক্ষেত্রে কোনো প্রকার ছাড়, নমনীয়তা বা শৈথিল্য প্রদর্শন করা হবে না।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই ভাড়া বাড়িয়েছে সরকার। কিন্তু এখন তারা অনেকেই (পরিবহন মালিক-শ্রমিক) নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করছে। কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি নিজে রাস্তায় থাকব তবু ভাড়া বাড়তে দেব না। যারাই অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদেরকেই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।’
অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চারটি টিম অভিযান চালাত, এখন ছয়টি নামবে। বাসের ভেতরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে চালক দায়ী থাকবে এবং কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে মালিক পক্ষকে দায় নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালকসহ (অপারেশন) বিআরটিএর সব জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
একটি সূত্রের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা বাসস জানায়, ঘণ্টাব্যাপী মতবিনিময় সভার পুরোটাই বিআরটিসির নানা অব্যবস্থাপনা, অভিযোগ আর দোষ-ত্রুটি তুলে ধরে উপস্থিত কর্মকর্তাদের ভর্ৎসনা করেন মন্ত্রী। এ ছাড়া যাত্রীদের আস্থা অর্জনে দ্রুত বিআরটিসির সব বাস মেরামত করে রাস্তায় নামানোর নির্দেশ দেন মন্ত্রী।