‘ফণী’র কারণে তিন দিন পর চট্টগ্রাম বন্দর চালু
ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বৈরী আবহাওয়ায় টানা প্রায় তিন দিন বন্ধ থাকার পর চালু হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।
গতকাল শনিবার বিকেল থেকে বন্দরের ইয়ার্ড ও টার্মিনালে কার্গো ও কনটেইনার পরিবহন শুরু হয়।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জাহাজে পণ্য ওঠানো-নামানো বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বন্দর জেটিতে থাকা ২১টি জাহাজ কুতুবদিয়ার কাছে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়। ওই সময়ে বহির্নোঙরে অবস্থান করছিল পণ্যবাহী ৫৯টি জাহাজ।
শনিবার রাত থেকে জাহাজগুলো ফিরে আসতে শুরু করে। আজ রোববার সকাল ৮টা থেকে বন্দরের ১৯টি জেটিতে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু হয়।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় চট্টগ্রাম উপকূলের বাসিন্দারা নিরাপদ আশ্রয় থেকে গতকাল বিকেল থেকে বাড়ি ফিরতে শুরু করেন।