নোয়াখালীতে যাত্রীবাহী বাস খালে, নিহত ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/05/08/photo-1557299595.jpg)
নোয়াখালীর চাটখিল উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কে মুন্সীর রাস্তার মাথা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের একজন হলেন বেগমগঞ্জ উপজেলার মো. জাফর (৪০)। তিনি পুরোনো মালামাল কেনাবেচা করেন। অন্যজন হলেন সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা নুর আলম। তিনি জুতা সেলাইয়ের কাজ করতেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, আজ সকালে জননী পরিবহনের যাত্রীবাহী একটি বাস চৌমুহনী থেকে চাটখিল হয়ে রামগঞ্জ যাওয়ার পথে মুন্সীর রাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে একটি খালে পড়ে ও এর প্রায় অর্ধেকটাই ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তিন ব্যক্তি প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই এলাকাবাসী উদ্ধারকাজ চালিয়ে নিহত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। গাড়িতে অতিরিক্ত যাত্রী থাকার কারণে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।