ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/01/30/photo-1422630392.jpg)
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুরে আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি আবু মো. ফজলুল করিম এনটিভিকে জানান, বাস ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান।
পাশের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর আরো দুজন মারা যান। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।