শেষ হলো মাগুরার পথনাট্যোৎসব
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে মাগুরায় তিন দিনব্যাপী খুলনা বিভাগীয় পথনাট্যোৎসব শেষ হয়েছে। ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ স্লোগানে গত সোমবার এ নাট্যোৎসব শুরু হয়েছিল। গতকাল বুধবার রাতে স্থানীয় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে উৎসবের সমাপ্তি অধিবেশন হয়।
উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সমাপনী অধিবেশনে জেলা পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাহাদাত হোসেন, সৈয়দ রবিউল ইসলাম ও ফেডারেশানের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস বক্তব্য দেন।
অ্যারোমা এন্টারপ্রাইজের সহযোগিতায় তিন দিনের এ নাট্যোৎসবে মাগুরার পাঁচটি ও ঝিনাইদহের দুটি দলের মোট সাতটি নাটক মঞ্চস্থ হয়। বিভিন্ন জেলার আরো কয়েকটি দল অংশ নেওয়ার কথা থাকলেও চলমান অবরোধ ও হরতালের কারণে অংশ নিতে পারেনি বলে জানান উৎসবের আয়োজকরা।
সমাপনী দিনে ঝিনাইদহ বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ‘বদু রাজা চদু মন্ত্রী’, অংকুর নাট্য একাডেমি ‘চৌরাস্তা’ এবং মাগুরার অনন্যা থিয়েটার ‘প্রেক্ষাপট’ নাটক মঞ্চায়ন করে। বিপুলসংখ্যক দর্শক নাটকগুলো উপভোগ করেন। পরে অংশগ্রহণকারী সংগঠন এবং অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।