চার জেলায় সীমান্ত সড়ক হবে

কক্সবাজারসহ তিন পার্বত্য জেলার সীমান্ত সুরক্ষায় ৬৯৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক করতে যাচ্ছে সরকার। সীমান্ত সড়ক নির্মাণে ব্যয় হবে তিন হাজার ৩০২ কোটি টাকা এবং নির্মাণকাজ শেষ করতে সময় লাগবে অন্তত ১২ বছর।
আজ শুক্রবার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানী বড়খাল এবং ছোটখাল সেতু উদ্বোধন শেষে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘সড়কটি নির্মিত হলে ওই এলাকার বাংলাদেশ সীমান্ত আরো সুরক্ষিত হবে।’
ওবায়দুল কাদের আরো জানান, কক্সবাজার-টেকনাফ ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক আগামী ২০১৭ সালের জুন মাসের মধ্যে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামকে ঘিরে সরকারের বিশেষ উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ ও ঘুমধুম তুমব্রু এলাকায় মিয়ানমারের সঙ্গে চারা লেনের দুই কিলোমিটার সড়ক নির্মাণের মাধ্যমে এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত হতে চলেছে বাংলাদেশ।
সেতুমন্ত্রী জানান, আজ মেরিন ড্রাইভ সড়কে গুরুত্বপূর্ণ সেতু দুটি উদ্বোধন হওয়ায় ইনানী থেকে শীলখালী পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের পূর্ণতা পেয়েছে।