ফরিদপুরে ডিবির গুলিতে ‘সন্ত্রাসী’ নিহত
ফরিদপুর শহরে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে হাবিব (৩০) নামের এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ডিবি জানিয়েছে, হাবিব হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ ৯টি মামলার আসামি। হাবিবের ছুরির আঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ডিবি।
ডিবির উপপরিদর্শক (এসআই) বক্কার বলেন, ‘আজ রাত ১০টার দিকে ওসি ইমদাদের নেতৃত্বে একটি দল পূর্ব খাবাসপুর এলাকায় গেলে সেখানে চার-পাঁচজনের একটি সন্ত্রাসী দল আমাদের এক সদস্য সৈকতের ওপর হামলা চালায়। এতে আমরা তাঁদের নিয়ন্ত্রণ করতে দুই রাউন্ড গুলি চালালে হাবিবের মৃত্যু হয়। কনস্টেবল সৈকতকে চিকিৎসার জন্য ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘শুক্রবার রাত ১০টার দিকে ৯ মামলার আসামি হাবিব ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানতে পেরে ডিবি পুলিশের একটি দল শহরের পূর্বখাবাসপুরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় হাবিব ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে এক সদস্যকে কুপিয়ে জখম করে। এ সময় পুলিশ দলের অপর সদস্যরা সৈকতকে রক্ষার্থে গুলি চালালে হাবিব গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাবিবের লাশট বর্তমানে মেডিকেল কলেজ মর্গে আছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।