সাতক্ষীরায় নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সাতক্ষীরা শহরের কামাননগরে সুমাইয়া স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি
সাতক্ষীরায় এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সুমাইয়া খাতুন (২৩) নামে ওই নারীর স্বজনদের দাবি সুমাইয়াকে পিটিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে তাঁরই স্বামী সাকিব হোসেন।
আজ শুক্রবার ওড়না প্যাঁচানো অবস্থা থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয় সুমাইয়াকে। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সুমাইয়া শহরের কামাননগর এলাকায় থাকতেন।
নিহতের খালা ফাতেমা তুজ জোহরা বলেন, ‘সাকিব যৌতুকের জন্য ফাতেমাকে প্রায়ই নির্যাতন করত। শুক্রবার ভোরে সেহরি খাওয়ার পর সাকিব তাকে পিটিয়ে তার গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
সদর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার জানান, সুমাইয়ার লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সুমাইয়ার স্বামী সাকিব হোসেন পলাতক রয়েছেন।