ঝিনাইদহে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, দুজন নিহত
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শ্রীরামপুরে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
আজ সোমবার ভোর ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কাভার্ডভ্যানের চালক ডালিম হোসেন (৩৫) ও ট্রাকচালক আবদুর রহমান (৪০)। তাঁদের মধ্যে ডালিমের বাড়ি যশোর সদর উপজেলার শংকরপুর গ্রামে। আবদুর রহমানের বাড়ি যশোরের মনিরামপুরে।
দুর্ঘটনায় আহত দুজন হলেন ট্রাক ও কাভার্ডভ্যানের চালকের সহকারী হাসান (২২) ও কবির (২৫)। তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বালুবোঝাই ট্রাকের চাকা শ্রীরামপুরে এসে পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা মেরামত করা হচ্ছিল। ওই সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যশোরগামী আফিল এগ্রো লিমিটেডের একটি কাভার্ডভ্যান ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ ট্রাকের ভেতরে ঢুকে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
ওসি আরো বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই বালুবোঝাই ট্রাকের চালক ও কাভার্ডভ্যানের চালক নিহত হন। পুলিশ লাশ ও যানবাহন দুটি উদ্ধার করেছে।
শৈলকূপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে সড়কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।