নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা ধসে শিশুসহ আহত ১০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/06/12/photo-1560315340.jpg)
নোয়াখালীর মাইজদীতে সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধসে শিশুসহ ১০ জন আহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ বুধবার সকালের দিকে মাইজদীর নোয়াখালী জেনারেল হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. ইব্রাহিম (৫০), সুমাইয়া (১২), ইসমাইল (২২), ইমাম উদ্দিন (৫), রাসেল (১৬), বাদশা (৩৫), মোজাম্মেল হোসেন, পারুল বেগম (৪৭) ও রোজিনা আক্তার (২০)। একজনের নাম জানা যায়নি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুল্লাহ বলেন, আজ সকালের দিকে অকস্মাৎ হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধসে পড়ে। এতে আহত হন ১০ জন। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। আহতদের এরই মধ্যে অন্যত্র সরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান খলিলুল্লাহ।
এদিকে এরই মাঝে জেলা প্রশাসক তন্ময় দাস ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশু ওয়ার্ড ও মেডিসিন বিভাগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগে গত বছরের জুলাই মাসে হাসপাতালের দ্বিতীয় তলায় একই ধরনের আরেকটি ঘটনায় সিনিয়র নার্স স্বপ্না মজুমদার ও শিক্ষানবিশ নার্স রানী আক্তার আহত হন। প্রায় তিন বছর আগে গণপূর্ত বিভাগ হাসপাতালটির শিশু ওয়ার্ডসহ বেশ কয়েকটি ওয়ার্ডকে পরিত্যক্ত ঘোষণা করে বলেও জানা যায়।
এদিকে, আজ ছাদের পলেস্তারা ধসের ঘটনায় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় অনেক রোগীকেই হাসপাতাল ছেড়ে চলে যেতে দেখা যায়। বর্তমানে হাসপাতালটির অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে জানান রোগীরা। এ অবস্থায় রোগীদের অন্যত্র চিকিৎসা নেওয়ার ব্যাপারে আবেদন করেছেন তাঁরা।