বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০
বগুড়ায় যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বগুড়া শহরের মাটিডালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী রূপালী পরিবহন সকালে বগুড়া শহরের মাটিডালি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসের ২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সকাল ৯টার দিকে বদিউজ্জামান নামের এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত বদিউজ্জামানের বাড়ি গাইবান্ধা জেলার শ্যামনগর গ্রামে।