ঝালকাঠির ১৮ রুটে বাস বন্ধ, দুর্ভোগে মানুষ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/06/15/photo-1560589193.jpg)
চাঁদার দাবিতে চালককে মারধরের প্রতিবাদে ঝালকাঠি থেকে ১৮টি রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে বরিশাল ও ঝালকাঠি থেকে খুলনা, পিরোজপুর, বাগেরহাট, বরগুনাসহ ১৮টি রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। আকস্মিক বাস ধর্মঘটের কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির কর্মকর্তারা জানান, ঝালকাঠি সমিতির অন্তর্ভুক্ত রংধনু নামের একটি বাসের চালক মিলন হাওলাদারের কাছে আজ সকালে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ডে মালিক সমিতির লোকজন স্ট্যান্ড ফি বাবদ এক হাজার টাকা চাঁদা দাবি করে।
প্রকৃতপক্ষে চাঁদার পরিমাণ ৯০ টাকা হলেও অতিরিক্ত টাকা দাবি করে তারা। সেই অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় বরিশাল-পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির লোকজন ঝালকাঠির বাস চালক মিলন হাওলাদারকে মারধর করে। এর প্রতিবাদে ঝালকাঠি বাস মালিক সমিতি অভ্যন্তরীণ রুটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন’, বলেন সভাপতি।
ঝালকাঠি আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, মারধরের বিচার ও চাঁদার টাকা সঠিকভাবে গ্রহণ করা না হলে ধর্মঘট চলবে।