অস্ত্র দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, ভিডিও করে ব্ল্যাকমেইল

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এক ছাত্রীকে অস্ত্র দেখিয়ে ধর্ষণ ও ভিডিও করা হয়। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে। হাতিয়ে নেয় এক লাখ ৭০ হাজার টাকা ও একটি ল্যাপটপ।
অভিযুক্ত সেই ধর্ষক আবদুল হাই ওরফে রাজুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন আহমেদ অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করেন। রাজু কালীগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার বাসিন্দা।
থানায় দেওয়া ভুক্তভোগী ছাত্রীর এজাহার সূত্রে জানা যায়, পাঁচ মাস আগে ওই ছাত্রীর এক বন্ধু কুশুলিয়া ইউনিয়নের সিদ্দিক ঢালীর ছেলে রোকনুজ্জামান (২৫) ক্যান্সারে আক্রান্ত হন। সে সময় অসুস্থ বন্ধুকে দেখতে গেলে রাজুর সঙ্গে পরিচয় হয় ওই ছাত্রীর। পরে তাঁরা নানা সময়ে অসুস্থ বন্ধু রোকনুজ্জামানের চিকিৎসার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সাহায্য সংগ্রহের কাজও করেন। এভাবেই তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
এরই একপর্যায়ে গত ১৪ এপ্রিল ওই ছাত্রী ঢাকা থেকে বাসে করে বাড়ি যাওয়ার পথে রাজু তাঁকে বাস থেকে নামিয়ে কালীগঞ্জের নলতা এলাকায় তাঁর এক অজ্ঞাত বোনের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি কুপ্রস্তাব দিলে ওই ছাত্রী রাজী না হওয়ায় তাঁকে মারপিট করেন এবং একপর্যায়ে রাত ১০টার দিকে ধারালো চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। শুধু তাই নয় রাজু ওই ঘটনা মোবাইলে ভিডিও করেন বলেও এজাহারে বলা হয়।
পরের দিন ভুক্তভোগী ছাত্রী নিজ বাড়িতে যাওয়ার পর রাজু তাঁকে মোবাইল ফোনের মাধ্যমে এই বলে হুমকি দেন যে, ওই ঘটনা কাউকে জানালে তিনি ধারণ করা ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবেন। ফলে বেশ কিছুদিন মানসম্মানের ভয়ে ওই ছাত্রী কাউকে ওই রাতের কথা বলেননি।
কিন্তু পরে রাজু ধারণ করা ওই ভিডিওচিত্রের কথা বলে ছাত্রীকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। এভাবেই ব্ল্যাকমেইলের মাধ্যমে রাজু ওই ছাত্রীর কাছ থেকে এ যাবৎ এক লাখ ৭০ হাজার টাকা ও একটি ল্যাপটপ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়।
সর্বশেষ গত ২২ মে রাত সাড়ে ৯টার দিকে রাজু ছাত্রীকে ফোন করে আরো দুই লাখ টাকা দাবি করেন। অবশেষে বাধ্য হয়ে ওই ছাত্রী বিষয়টি তাঁর পরিবারকে জানিয়ে গত সোমবার থানায় এজাহার দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ এরই মধ্যে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করেছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।