কিশোর ভ্যানচালক শাহিনের ওপর হামলার বিচারের দাবিতে মানববান্ধন

সাতক্ষীরায় কিশোর ভ্যানচালক ও মাদ্রাসাছাত্র শাহিনকে কুপিয়ে হত্যাচেষ্টার বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী কিশোর শাহিনের (১৪) দায়িত্ব নিলেও পুলিশ তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ ভ্যানচালককে হত্যাচেষ্টার পর তার দরিদ্র বাবা পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। অথচ পুলিশ তাদের গ্রেপ্তার তো দূরের কথা শনাক্তও করতে পারেনি। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় সাতক্ষীরাবাসী বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
গত শুক্রবার নিজের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট থেকে চার যাত্রী নিয়ে ভাড়ার ভ্যান চালিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন ধানদিয়া এলাকায় আসতেই যাত্রীবেশী দুর্বৃত্তরা চালক শাহিনকে কুপিয়ে জখম করে। এ সময় তারা ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়।
পরে শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহিনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সেক্রেটারি এম কামরুজ্জামান, উন্নয়নকর্মী মাধব দত্ত, অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, ফরিদা আখতার বিউটি, অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ, অ্যাডভোকেট আবদুস সেলিম, আলী নূর খান বাবুল প্রমুখ।