কটিয়াদীতে জমজমাট দাঁড়িয়াবান্ধা খেলা
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাঁড়িয়াবান্ধা খেলার জমজমাট প্রতিযোগিতা। দূর-দূরান্ত থেকে আসা সব বয়সের হাজারো নারী-মানুষ মাঠে বসে হারিয়ে যেতে বসা আকর্ষণীয় এই গ্রামীণ খেলা উপভোগ করেন।
কটিয়াদীর লোহাজুড়ি ইউনিয়নের চর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিনদিনের এ প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়। চর কাউনিয়া যুব কল্যাণ সমিতি এ খেলার আয়োজন করে।
গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় চূড়ান্ত খেলা। ৫০ মিনিটের চূড়ান্ত খেলায় চর কাউনিয়া একতা সংঘ ৪-২ পয়েন্টে চর কাউনিয়া যুবসমাজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দলকে রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। লোহাজুড়ি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক আলমগীর জোয়ারদার।
প্রায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলার আয়োজনে বিশেষ করে ষাটোর্ধ্ব মানুষেরা যেন ফিরে গিয়েছিলেন হারানো অতীতে। আগের সেই হারানো দিনে ফিরে যেতে পেরে তাঁরা ছিলেন আনন্দ-উৎফুল্ল।
প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা রুস্তম আলী রাজু জানান, নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা প্রতিটি গ্রামে ছড়িয়ে দেওয়া হবে।
প্রধান অতিথি অধ্যক্ষ ফজলুল হক আলমগীর জোয়ারদার ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এর মাধ্যমে যুবসমাজের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে ও বিপথগামী তরুণদের সুপথে ফিরিয়ে আনা সম্ভব হবে।