গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

গাজীপুরের জয়দেবপুর থানার কুমারখাদা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
রফিকুল ভাওয়াল জাতীয় উদ্যানসংলগ্ন বনগ্রাম এলাকার মো. ইব্রাহিমের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
র্যাবের দাবি, রফিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির কয়েকটি মামলা আছে। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গাজীপুরের শিমুলতলী ক্যাম্প র্যাবের সহকারী পরিচালক জিয়াউর রহমান জানান, ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে কুমারখাদা এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাব ১-এর একটি টহল দল অভিযান চালায়। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুস সালাম সরকার বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর পেটের বাম পাশে গুলির আঘাত আছে।