ফেনীতে দুষ্টচক্র কাজ করেছে : মিজানুর রহমান
ফেনীতে লাথির আঘাতে অন্তঃসত্ত্বা তুলশী রানী দাসের গর্ভপাতের ঘটনায় দুষ্টচক্র কাজ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেছেন, অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এতে যদি আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দেয় তবে তাদের বিরুদ্ধে মানবাধিকার কমিশন ব্যবস্থা নেবে।
ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ তুলসী রানী দাসকে দেখতে এসে আজ সোমবার এ কথা বলেন মিজানুর রহমান।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এক নারীর পেটে লাথি মারায় তিনি মৃত সন্তান জন্ম দিয়েছেন, তাঁকে দেখতে এসেছি। তাঁর চিকিৎসার কী ব্যবস্থা নেওয়া হয়েছে, অপরাধীদের ধরার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার খোঁজখবর নিয়েছি।’
মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের সংবিধানে ধর্ম-বর্ণ নির্বিশেষে তাঁদের আচার পালন করার অধিকার সুরক্ষিত করা আছে। ফেনীতে যা ঘটেছে তার জন্য রাজনৈতিক মদদ নেই, একটি দুষ্টচক্র এ কাজ করেছে, যাদের সঙ্গে সরকারি দলের লোকজনের সম্পর্ক রয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি।’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না। অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এতে যদি আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দেয় তবে তাঁদের বিরুদ্ধে মানবাধিকার কমিশন ব্যবস্থা নেবে। প্রয়োজনে উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব।’
দোষীদের শাস্তি প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, অপরাধী ধরার নামে নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয়, অতীতের মতো যেন জজ কাহিনী বানানো না হয়। তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।
শনিবার এক প্রকাশককে হত্যা এবং আরেক প্রকাশকসহ তিনজনের ওপর হামলা সম্পর্কে জানতে চাইলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, অতীতে ব্লগার, মুক্তচিন্তার মানুষ হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হলে বতর্মানে এ ঘটনাগুলো ঘটত না। বতর্মানে একের পর একটি ঘটনা ঘটায়, অপরাধীদের শনাক্ত না করায় মানুষের মনে সন্দেহ যে প্রশাসনের মধ্যে দুষ্টচক্র আছে কি না যার কারণে অপরাধীদের ধরা হচ্ছে না। সরকারের সংশ্লিষ্টতা রয়েছে এমন ধারণা ও সন্দেহ সাধারণ মানুষের মনে। আমরা চাই সাধারণ মানুষের মনের এ সন্দেহ দূর হয়ে যাক।
গত ২৮ অক্টোবর রাতে ফেনী সদর উপজেলার পাছগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের জেলেপাড়ায় সন্ত্রাসীদের হামলার সময় তুলসী রানী দাস নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ছয় মাসের সন্তান গর্ভপাত হয়। তুলসী বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে দেখতে আজ ফেনী আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।