সাকিবের হাতে চট্টগ্রাম ‘নগরের চাবি’
সদ্য সমাপ্ত বিশ্বকাপে সাকিব আল হাসানের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। ব্যাট ও বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন তিনি। বিশ্বকাপে অসাধারণ এই পারফরম্যান্সের জন্য বিশ্বসেরা অলরাউন্ডারকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাকিবকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সাকিবের হাতে সম্মানসূচক ‘নগরের চাবি’ তুলে দেওয়া হয়। ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির পর দেশের প্রথম কোনো ব্যক্তিকে এই সম্মাননা দেওয়া হয়।
এদিন সাকিবকে এক নজর দেখতে এম এ আজিজ স্টেডিয়ামে মানুষের ঢল নামে। পরে খুদে ক্রিকেটারদের নানা প্রশ্নের জবাব দেন বিশ্বসেরা অলরাউন্ডার। অনুষ্ঠানে চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলী আব্বাসসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজের প্রিয় শহরে সংবর্ধনা পেয়ে সাকিব বলেন, ‘চট্টগ্রাম আমার খুবই প্রিয় শহর। যখন থেকে আমি জাতীয় দলে খেলছি, তখন থেকেই এই শহরের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। কারণ আমার টেস্ট অভিষেক হয়েছে এই চট্টগ্রামেই। আর এ কারণেই চট্টগ্রাম আমার ভালো লাগার একটি শহর।’
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত সাকিব বলেন, ‘আশা করি আপনারা এভাবেই সমর্থন দিয়ে যাবেন ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারি, বাংলাদেশের নামটা উজ্জ্বল করতে পারি।’