বিয়ে না দেওয়ায় যুবতীকে গলাকেটে হত্যার অভিযোগ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার সখিপুর থানার চরসেনসাস চোকদারকান্দি গ্রামের একটি পুকুর থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।
নিহত সাবিনা আক্তার (১৮) ওই গ্রামের রব গাজীর মেয়ে।
সাবিনার ভাই শাহজাহান গাজী এনটিভি অনলাইনকে বলেন, ‘একই গ্রামের কালাম চোকদার আমার বোনকে বিয়ে করার জন্য উত্ত্যক্ত করত। আমরা কালামের সঙ্গে বোনকে বিয়ে দিতে রাজি ছিলাম না। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে কালামের মা শানু বেগম বাড়ি থেকে সাবিনাকে ডেকে নিয়ে যান। সে বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। সন্ধ্যার পর বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখে পুলিশে খবর দেই।’
‘কালাম, শানু ও তাদের সহযোগীরা আমার বোনকে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে রেখে গেছে’- অভিযোগ করেন নিহত যুবতীর ভাই।
চরসেনসাস ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবু খায়ের বলেন, ‘সাবিনার ভাই মুঠোফোনে নিখোঁজ হওয়ার বিষয়টি আমাকে জানায়। তখন গ্রামের মানুষ মিলে তাঁকে খুঁজতে থাকি। সন্ধ্যার পর পুলিশ তাঁর গলাকাটা লাশ পুকুর থেকে উদ্ধার করে।’
সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) বিজন দাস বলেন, ‘পুকুর থেকে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কিছু অভিযোগ করা হয়েছে। ওই বিষয়গুলো মাথায় রেখেই আমরা অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছি। মামলার প্রস্ততি চলছে।’