স্বরাষ্ট্রমন্ত্রীকে গণজাগরণ মঞ্চের স্মারকলিপি, গ্রেপ্তারের আশ্বাস
ব্লগার-প্রকাশক হত্যার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে এই স্মারকলিপি তুলে দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বের সাত সদস্যের প্রতিনিধিদল।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন গণজাগরণে মঞ্চের সদস্যরা। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের ইমরান এইচ সরকার বলেন, ‘সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। খোদ রাষ্ট্রই এখন নিরাপদ নয়। আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আসছিলাম। এমন সময় মিছিলে বাধা দেয় পুলিশ। পরে আমরা সাতজন স্মারকলিপি দিতে আসি। স্মারকলিপিতে আমরাএখন পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ড বিষয়গুলো তুলে ধরেছি। এসব ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়েছি এবং হত্যাকারীদের ধরতে যে সরকার ব্যর্থ সেটাও তুলে ধরেছি।’
এ সময় ইমরান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানান গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র।
এ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছেন তা জানতে চাইলে ইমরান এইচ সরকার বলেন, মন্ত্রী দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। তবে গ্রেপ্তারের জন্য কোনো সময়-সীমা বেঁধে দেননি তিনি।
এর আগে দুপুর ১২টার দিকে ছয় ব্লগার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ৬টি প্রতীকী কফিন এবং পরবর্তী টার্গেট কে- লেখা প্ল্যাকার্ড নিয়ে রাজধানীর শাহবাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন মঞ্চের সদস্যরা। এ সময় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য সাধারণ মানুষ তাদের সঙ্গে যোগ দেন। পুলিশী নিরাপত্তার মধ্যে টিএসসি হয়ে দোয়েল চত্বর দিয়ে প্রেসক্লাবের সামনে এগিয়ে গেলে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। সচিবালয়ে ঢোকার মুখের রাস্তায় তিন স্তরের ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ।
পরে সেখানেই অবস্থান নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা এসব হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় সচিবালয়ে ঢুকতে চাইলে পুলিশের সাথে সেখানে খানিক ধস্তাধস্তি হয়, পরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্মরকলিটিপি দিতে যায়। দলে আরো ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলানী শুভ, উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম ও গণজাগরণ মঞ্চের কর্মী জীবনানন্দ দত্ত।
একই দাবিতে গত মঙ্গলবার গণজাগরণ মঞ্চের আহ্বানে সারা দেশে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। এ ছাড়া আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে।