বেপরোয়া বাস কেড়ে নিল তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/08/17/photo-1566008008.jpg)
নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।
শুক্রবার দিবাগত গভীর রাত ৩টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নরসিংদী কেন্দ্রের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম।
নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭)। নিহত অন্যজন সাদিয়ার স্বামী (৩৫) বলে জানা গেছে। তবে তাঁর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, শিক্ষার্থীরা ঈদের বন্ধের মধ্যে সিলেটে পিকনিক করতে গিয়েছিলেন। রাতে তাঁরা একটি প্রাইভেটকারে করে ঢাকায় ফিরছিলেন। শিবপুরের কারার চর এলাকায় প্রাইভেটকারটির সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
ধারণা করা হচ্ছে, রাতের খালি রাস্তায় বাসটি বেপরোয়া গতিতে চলছিল। পাশ কাটাতে গিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়, আর প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী নিহত হন বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত পাঁচজনকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরো একজন মারা যান।
চিকিৎসক গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চারটি লাশ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান উপপরিচালক শফিকুল ইসলাম।