‘এবার ভারতের সীমান্ত পথে আসছে ইয়াবা’
মিয়ানমারের বদলে এখন ভারতের সীমান্তবর্তী বিভিন্ন জেলা দিয়ে বাংলাদেশে ইয়াবা আসছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিভাগের ‘মাসিক অপরাধ পর্যালোচনা’ সভায় এ কথা বলেন তিনি।
চট্টগ্রাম বিভাগের ১১ জেলার পুলিশ কর্মকর্তাদের নিয়ে নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনসে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর বলিষ্ঠ ভূমিকার কারণে এখন কক্সবাজার দিয়ে ইয়াবা প্রবেশ অনেকটা কমে গেছে। মাদক ব্যবসায়ীরা এখন মিয়ানমার থেকে ইয়াবা প্রথমে ভারতে নিয়ে যায়। এরপর তা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর ও জয়পুরহাটসহ বিভিন্ন জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে ইয়াবা কারবারিরা। এ ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।’
অনুষ্ঠানে পেশাগত কৃতিত্বের জন্য ১১ জন পুলিশ কর্মকর্তা ও দলকে পুরস্কৃত করা হয়।