কক্সবাজার ঘুরে আইসিসির সন্তোষ প্রকাশ

কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল স্টেডিয়াম দেখে সন্তোষ প্রকাশ করেছে আইসিসির প্রতিনিধিদল। আগামী জানুয়ারি মাসে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে। আইসিসির প্রতিনিধিদল জানিয়েছে, কেবল যুব বিশ্বকাপ নয়, সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে সক্ষম এ ভেন্যু।
শুক্রবার ভেন্যু পরিদর্শন করতে আসে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। দুপুর ১২টার দিকে দুটি বিশেষ হেলিকপ্টারে সাগরপাড়ের ভেন্যুতে নামে তারা।
রিচার্ডসন ও অন্যরা ঘুরে দেখেন পিচ, আউটফিল্ড, ড্রেসিং রুমসহ সবকিছুই। আর প্রথম দেখাতেই বেশ মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁরা।
পরিদর্শন উপলক্ষে তৈরি হয়েছিল সাগরপাড়ের নতুন ভেন্যু। গ্যালারি আর মাঠ তৈরির প্রস্তুতিও প্রায় শেষ। এবার শেষ মুহূর্তের খুঁটিনাটি পরখ করার পালা।
পরিদর্শন শেষে ডেভিড রিচার্ডসন সাংবাদিকদের বলেন, ‘কক্সবাজার খুবই সুন্দর শহর। আশা করি ক্রিকেটাররা এখানে খেলাটা ভালোই উপভোগ করবে। আন্তর্জাতিক ভেন্যু হওয়ার উপযুক্ত এ স্টেডিয়াম। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য আমরা এ স্টেডিয়াম ব্যবহার করব।’
বিসিবির সহসভাপতি মাহবুব আনাম বলেন, ‘কক্সবাজার আমাদের জন্য নতুন ভেন্যু। বিসিবি ও সরকার চায় ক্রিকেট সারা দেশে ছড়িয়ে যাক। এ কারণেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের অনেক ম্যাচ হবে এখানে। ওই বিশ্বকাপে এটা আমাদের সবচেয়ে বড় ভেন্যু হতে যাচ্ছে।’
নিরাপত্তা ইস্যুতেও কোনো ধরনের শঙ্কার কোনো কারণ দেখছেন না বলে জানিয়েছেন বিসিবির কর্মকর্তারা।