জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হার

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ভালো নৈপুণ্যই দেখিয়েছিল বিসিবি একাদশ। কিন্তু বল হাতে খুব বেশি জ্বলে উঠতে পারলেন না বাংলাদেশের বোলাররা। ফলে ৭ উইকেটের জয় দিয়ে বাংলাদেশ সফরের শুরুটা ভালোভাবেই করল জিম্বাবুয়ে। ২০ বল হাতে রেখেই সহজ জয় তুলে নিয়েছে সফরকারীরা।
২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ অরভিন। ৯৯ বলে ৯৫ রানের লড়াকু ইনিংস খেলে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে শেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে তিনি গড়েছিলেন ১৬২ রানের জুটি। ৫৪ রান করে স্বেচ্ছা অবসরে যান উইলিয়ামস। তারপর শক্ত হাতে দলের হাল ধরেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা। ৪৯ বলে ৬৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই। ২২ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন সিকান্দার রাজা।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম। ১০ ওভার বল করে ৭০ রানের বিনিময়ে তিনি নিয়েছেন দুটি উইকেট। একটি উইকেট গেছে ডানহাতি পেসার শফিউল ইসলামের ঝুলিতে।
৭ নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।