নড়িয়ায় কলেজছাত্রীর লাশ উদ্ধার
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার পাচক গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত মারিয়া আক্তার মিম (১৮) প্রায় পাঁচ বছর ধরে তার চাচা এসকান্দার গোরাপীর বাড়িতে থেকে লেখাপড়া করছিল। মিম গ্রামের আনোয়ার গোরাপীর মেয়ে। মিমের বাবা-মা ঢাকায় বসবাস করেন। সে শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও পরিবার জানায়, ভোরে মিমের চাচি রেনু বেগম ভোরে নামাজ পড়তে উঠে ঘরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রেনু বেগমের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির অন্য সদস্যরা ছুটে আসে। বাড়ির লোকজন গাছ থেকে তাকে নামিয়ে স্থানীয় চিকিৎসককে খবর দেয়। চিকিৎসক এসে মিমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে বেলা ১১টার দিকে মিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মিমের চাচাতো ভাই সোহেল গোরাপী ও চাচাত বোন সুমাইয়া আক্তারকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
মিমের বাবা আনোয়ার গোরাপী কান্নাজড়িত কণ্ঠে বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেয়ের সঙ্গে মোবাইল ফোনে তাঁর কথা হয়। মিম কলেজে যাওয়ার টাকা চেয়েছিল। সকালে শুনতে পান, মেয়ে আর নেই।