সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকায় কবিরুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, আজ বৃহস্পতিবার ভোরে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে দুদলের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন কবিরুল। নিহত কবিরুল সদর উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দাবি করেন, আজ ভোরে তাঁর কাছে খবর আসে যে, বাইপাস রোডের ধারে কুচপুকুর এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। পরে স্থানীয়রা লাশটি কবিরুল ইসলাম হিসেবে শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।
ওসি মোস্তাফিজুর আরো দাবি করেন, কবিরুলের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি বিভিন্ন মামলা রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহত কবিরুলের বোন আয়েশা খাতুন দাবি করে বলেন, ‘আমার ভাইকে পুলিশ গত ২৬ আগস্ট ঢাকা থেকে ধরে নিয়ে যায়। এর পর থেকে তিনি পুলিশের কাছেই ছিলেন। আমরা তাঁর কোনো খোঁজ পাচ্ছিলাম না। আজ শুনেছি, তিনি বন্দুকযুদ্ধে মারা গেছেন। পুলিশের কাছে আটক থাকার সময় কীভাবে একজন মানুষ বন্দুকযুদ্ধে নিহত হতে পারেন, তা আমার বোধগম্য নয়।’