শ্রমিক সংকটে ভোমরা স্থলবন্দরে পণ্য খালাস বন্ধ

পর্যাপ্ত শ্রমিক সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানিকৃত পণ্য খালাস বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে আসা শতাধিক পণ্যবোঝাই ট্রাক বন্দরে দাঁড়িয়ে রয়েছে। এরই মধ্যে ভোমরা বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, পণ্য খালাসের জন্য বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ঠিকাদারি সংস্থার শ্রমিক সরবরাহের কথা। কিন্তু কিছুদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে শ্রমিকদের জন্য মজুরি নেওয়ার পরও কর্তৃপক্ষ শ্রমিক দিতে পারছে না। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসককে জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে অধিক টাকা ব্যয় করে শ্রমিকদের কাজে লাগাতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ভোমরা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক রেজাউল ইসলাম জানান, তিনি শ্রমিক সরবাহের চেষ্টা করছেন। কিন্তু নানা জটিলতায় তা কিছুটা কঠিন হয়ে পড়েছে।