কিশোরগঞ্জে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/13/photo-1447428733.jpg)
কিশোরগঞ্জে গুরুতর অসুস্থ বীরপ্রতীক খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের (৬৩) সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহ জেলা শহরের খড়মপট্টি এলাকায় তাঁর বাসভবনে গিয়ে অসুস্থ মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের হাতে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। জেলা শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের সাহায্য তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়।
চেক দেওয়ার সময় মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার আলহাজ মো. আসাদ উল্লাহ ও ডেপুটি কমান্ডার আবদুল মান্নানসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নুরুল ইসলাম খান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতেই তরুণ বয়সে সীমানা অতিক্রম করে ত্রিপুরা গমন করেন এবং সেখানকার ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি মেজর সফিউল্লাহর নেতৃত্বাধীন ৩ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং তেলিয়াপাড়া, আখাউড়াসহ বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন রণাঙ্গনে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতার পর তাঁকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
স্বাধীনতা-পরবর্তীকালে নুরুল ইসলাম খান বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন। আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসার অভাবে পাঁচ বছর ধরে চলৎশক্তিহীন হয়ে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার আলহাজ মো. আসাদ উল্লাহ বলেন, ‘তাঁর মতো একজন বড় মাপের মুক্তিযোদ্ধা চিকিৎসার অভাবে এভাবে ধুঁকে ধুঁকে কষ্ট করবেন তা মেনে নেওয়া যায় না। সামান্য ২৫ হাজার টাকায় তাঁর কিছুই হবে না। তাই সরকারের কাছে নুরুল ইসলাম খান বীরপ্রতীকের সুচিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে আবেদন করছি।’