লিউকেমিয়ায় আক্রান্ত ইয়ামিন বাঁচতে চায়
মাত্র সাত বছর বয়স ইয়ামিনের। বলতে গেলে জীবন এখনো তার শুরুই হয়নি। কিন্তু এরই মধ্যে জীবনের সমস্ত আলো, সব রং মুছে যাচ্ছে তার ছোট্ট এ জীবন থেকে। সিদ্ধিরগঞ্জ নয়াআটি এলাকার ইয়ামিন ভুগছে লিউকেমিয়ায়।
গত ২২ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায় ইয়ামিন। পরে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ডা. ইয়ারি মাহাবুব তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ডা. এ বি এম ইউনূসের কাছে পাঠান। এরপর গ্রিন রোডের গ্রিন ভিউ ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় মার্চ মাসে ইয়ামিনের স্ট্রংলি লিমফোব্লাস্টিক লিউকেমিয়া ধরা পড়ে। যাকে আমরা বলি ব্লাড ক্যানসার।
সেখানে ইয়ামিনকে কেমোথেরাপি দেওয়া হয়। কিন্তু এর মধ্যে অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১৫ তলার হেমাটোলজি বিভাগে। এখন তার হাইডোজ কেমোথেরাপি চলছে।
ইয়ামিনের ক্ষুদ্র ব্যবসায়ী বাবা নূরুল আজিজ চৌধুরী এবং গৃহিণী মা সর্বস্ব দিয়ে চালাচ্ছেন চিকিৎসার খরচ। চিকিৎসা ও ওষুধের অন্যান্য খরচ চালাতে হিমশিম খাচ্ছে নিম্নবিত্ত এই পরিবারটি। তাই বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছেন তার বাবা-মা।
ইয়ামিনকে সাহায্য করতে টাকা পাঠাতে পারেন- ডাচ বাংলা ব্যাংক, হিসাব নম্বর এম/এস ইয়াসমিন এন্টারপ্রাইজ, হিসাব নং ১২৮১১০১৫৩২১, শিমরাইল শাখা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
অথবা ০১৮১১২৪৪৪৪৪ নম্বর ফোন করে যোগাযোগ করতে পারেন।