মাদারীপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আসামি গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/05/photo-1570275102.jpg)
মাদারীপুর শহরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আমান সরদার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শহরের শান্তিনগর এলাকার মাদকাসক্ত আমান চৌকিদার (২৪) ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন থেকে উক্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে আমান তাকে জোর করে রাস্তার পাশে একটি পরিত্যক্ত গ্যারেজে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বাড়ি এসে মা-বাবাকে বিষয়টি জানায় ছাত্রী। যৌন হয়রানির অপমান সহ্য করতে না পেরে রাতেই স্যাভলন খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমানকে প্রধান আসামি করে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মেয়েটির বাবা সদর থানায় মামলা করেন। এরপর থেকে আসামি আমানকে ধরতে অভিযান চালানো হয়। আজ শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।