চিত্রপরিচালক জাকির খান আর নেই

চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ জাকির খান মারা গেছেন। গতকাল দিবাগত রাত ২টা ৩০মিনিটে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বাদ জোহর জানাজা শেষে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের সরকারি কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
‘চার অক্ষরের ভালোবাসা’, ‘মনের অজান্তে’, ‘মন চুরি’ ও ‘রাঙা মন’ চলচ্চিত্রের পরিচালক জাকির খান দীর্ঘদিন ধরে কর্কটরোগে ভুগছিলেন। দেশ ও দেশের বাইরে চিকিৎসাও করিয়েছেন। গত মাসে তিনি চিকিৎসার জন্য উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন।
পরিচালক অপূর্ব রানা এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মারা যান জাকির খান। তারপর রাতেই তাঁর মরদেহ গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজীপুরে নিয়ে যাওয়া হয়। আজ বাদ জোহর জানাজা শেষে স্থানীয় সরকারি কবরস্থানে দাফন করা হবে।’
রানা আরো বলেন, ‘সাধারণত কোনো পরিচালক মারা গেলে আমরা এফডিসিতে নিয়ে আসি। এতে চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে পারেন, শ্রদ্ধা জানাতে পারেন। তবে জাকির খান ভাই অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। মারা যাওয়ার পর তাঁর পরিবার লাশ রাখতে রাজি হয়নি। যে কারণে আমরা এফডিসিতে জানাজা পড়াতে পারিনি।’
৩৪ বছরের কর্মজীবনে অর্জিত সব সঞ্চয়, ভিটে-মাটি বিক্রি করেও চিকিৎসাব্যয় নির্বাহ করতে পারেননি জাকির খান। পারিবারিক জীবনে চার কন্যাসন্তানের এই বাবা চলচ্চিত্র নির্মাণে জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন।
১১টি চলচ্চিত্র পরিচালনা করেছেন জাকির খান। বাংলাদেশ-ভারত যৌথ পরিচালনা ও প্রযোজনায় নির্মাণ করেছেন বাংলা ছবি। তাঁর পরিচালনায় ‘অন্যায়ের প্রতিবাদ’ ও ‘স্বপ্নের মধ্যে তুমি’ চলচ্চিত্রের কাজ সম্পন্ন হয়নি।