নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/20/photo-1571577904.jpg)
নরসিংদীর শিবপুর উপজেলায় স্যামসাং ফ্যাক্টরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির নামে (২৬) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে শিবপুরে স্যামসাং ফ্যাক্টরির ফ্রিজ তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির শিবপুর উপজেলা বংশিরদিয়া গ্রামে।
এদিকে স্যামসাং ফ্যাক্টরির পাবলিক রিলেশন অফিসার জানিয়েছেন, সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, নিহতকে হাসপাতালে আনার পর কারখানা কর্তৃপক্ষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কথা জানিয়েছে।
জানা যায়, নিহত সাব্বির সকালে কাজে আসেন। তারপর সেখানে কাজ করছিল। এরই মধ্যে সে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।