রাজধানীতে শিশু গৃহকর্মী হত্যার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে ১২ বছরের এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে রোকসানা পারভিন নামের এক গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
আবদুল আলীম বলেন, ‘শিশুটির বাবার বাড়ি বগুড়ার গাবতলীতে। মেয়ে অসুস্থ হয়েছে বলে তাঁকে খবর পাঠানো হয়েছিল। তা শুনে তিনি বুধবার ঢাকায় এসে মেয়ের লাশ দেখতে পান। তারপর মেয়েকে মারধর করে হত্যার অভিযোগ এনে শিশুটির বাবা বৃহস্পতিবার মামলা করেন। তারপর পুলিশ রোকসানা পারভীনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার ওই নারীকে আদালতে পাঠানো হবে।’
আবদুল আলীম আরো বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতে মোহাম্মদপুরের ওই বাসা থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে। মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। চিকিৎসক জানিয়েছেন, আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।’
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি নিয়ে যান শিশুর বাবা। মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের সাঈদ আহমেদ নামের এক প্রকৌশলীর স্ত্রী রোকসানা পারভিন। প্রকৌশলীর বাড়িতে শিশুটি চার বছর ধরে কাজ করে আসছিল বলে আমরা জানতে পেরেছি।’