ভোলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল, নিহতদের পরিবারকে সহায়তা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/26/photo-1572078644.jpg)
ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষে হতাহতের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি আজ তাদের প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে।
এ ছাড়া স্থানীয় (ভোলা-২) সংসদ সদস্য আলী আজম মুকুল এ ঘটনায় নিহত চারজনের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টায় ভোলার বোরহানউদ্দিনের সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিটির প্রধান ভোলার স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাহমুদুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
পরে জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন, ‘প্রতিবেদনটি গ্রহণ করা হয়েছে। এখন এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এর বাইরে আর কিছু আমি এখন বলতে পারব না।’
এদিকে আজ দুপুরে বোরহানউদ্দিনের সংসদ সদস্য আলী আজম মুকুল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিহত চারজনের মা-বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। নিজ বাসায় করা সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোলা সদর আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষে তিনি এই আর্থিক অনুদান তুলে দিয়েছেন।