সাংবাদিক গৌতম দাসের মৃত্যুবার্ষিকী পালিত
ফরিদপুরে ‘সমকালে’র সাবেক জেলা ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাসের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রেসক্লাব ও সমকালের উদ্যোগে র্যালি, গৌতমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো. মাহাবুবুল ইসলাম পিকুল, সাংবাদিক মুন্সি হারুন অর রশীদ, পান্না বালা, হাসান উজ্জামান, শেখ মফিজ শিপন, গৌতমের স্ত্রী দিপালী চৌধুরী, অধ্যাপক আবুল কাশেম, সৌমিত্র মজুমদার পলাশসহ ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মী। এ ছাড়া সমকালের অনেক কর্মীও সেখানে উপস্থিত ছিলেন।
২০০৫ সালে ১৭ নভেম্বর সমকালের ফরিদপুর ব্যুরো অফিসে ঢুকে চিহ্নিত সন্ত্রাসীরা সাংবাদিক গৌতম দাসকে হত্যা করে। পরে সমকালের তৎকালীন ফরিদপুর প্রতিনিধি হাসান উজ্জামান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে ২০১৪ সালের ২৭ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক মামলার নয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।