ঝালকাঠিতে এক জেলের কারাদণ্ড, ইলিশ-কারেন্ট জাল জব্দ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/30/photo-1572448023.jpg)
নিষেধাজ্ঞার শেষ দিনে আজ বুধবার ঝালকাঠির সুগন্ধা নদীতে ইলিশ শিকারের দায়ে রুবেল খান নামের এক জেলেকে আটক করে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪০ কেজি ইলিশ মাছ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন এ দণ্ডাদেশ দেন।
মৎস্য বিভাগ জানায়, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জেলার সুগন্ধা নদীতে যৌথ অভিযান চালায়। এ সময় রুবেল খান নামের এক জেলেকে আটক করা হয়। এছাড়া ইলিশ মাছ ও মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, টানা ২২ দিনের অভিযানে ৩৩ জেলেকে আটক করে কারাদণ্ড ও ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নদী থেকে প্রায় তিন লাখ মিটার কারেন্ট জাল ও ৯০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। মোট ২০৬টি অভিযান ও ১৫৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।